কিভাবে আসল এন ৯৫ মাস্ক চিনবেন।
কিভাবে আসল এন ৯৫ মাস্ক চিনবেন?
https://www.cdc.gov/niosh/npptl/usernotices/counterfeitResp.html
১.
প্রথমে মাস্ক সরাসরি দেখুন, আর অনলাইনে কিনতে হলে প্রথমে বিক্রেতাকে বলুন মাস্ক এবং প্যাকেজের অরিজিনাল ছবি এবং ভিডিও পাঠাতে। ওয়েবসাইট থেকে সংগ্রহ করা ছবি নয়।
প্রথমেই ছবি দেখে প্রথমে যে জিনিসগুলো ভেরিফাই করবেনঃ এই marking গুলো আছে কিনা দেখবেন
- TC no:
- Lot no.
- NIOSH লেখা থাকবে (not NISH or other)
- লেখাগুলো স্পষ্ট হবে, উঁচু-নিচু জায়গায় অথবা কোথাও লেখা মিসিং থাকবে না.
- মাথার সাথে আটকানোর জন্য Head band থাকবে, কানের সাথে আটকানোর জন্য Ear loop না.
চায়না ও সিঙ্গাপুর এর মাস্কের মধ্যে চাইনিজ লেখা ও KN লিখা থাকে।
প্রাথমিকভাবে যে লক্ষণগুলো দেখলে মনে করবেন N95 mask/ Respirator নকল হতে পারে:
প্রাথমিকভাবে যে লক্ষণগুলো দেখলে মনে করবেন N95 mask/ Respirator নকল হতে পারে:
- উপরে উল্লেখিত marking গুলো নাই.
- NIOSH বানানটি ভুল ভাবে লেখা আছে যেমন, NISH.
- আলংকারিক ফ্যাব্রিক বা অন্যান্য আলংকারিক অ্যাড-অনের উপস্থিতি (যেমন, সিকুইনস/স্বর্ণমুদ্রা)
- বাচ্চাদের অনুমোদনের দাবি (NIOSH শিশুদের জন্য কোনও ধরণের শ্বাসযন্ত্রের সুরক্ষা অনুমোদন করেনা)
- মাথার সাথে আটকানোর জন্য Head band এর বদলে কানের সাথে আটকানোর জন্য Ear loop আছে.
২. Online verification:
A) Tc no ভেরিফাই করার জন্য নিচের ওয়েব সাইটে যান এবং নির্দিষ্ট জায়গায় নাম্বারটা দিয়ে ভেরিফাই
করুন.
B) 3M safeguard verification:
এবার সিকিউরিটি কোড এবং নাম্বার দিয়ে 3m সেফ গার্ড ওয়েবসাইটে ভেরিফাই করুন. উল্লেখ্য সিকিউরিটি কোড, এবং মেয়াদোত্তীর্ণের তারিখ শুধুমাত্র বক্সের গায়ে থাকে, এটা কোন ইন্ডিভিজুয়াল এর মাস্ক এর গায়ে লেখা থাকে না. সুতরাং এটা ভেরিফাই করতে গেলে আপনার মেইন বক্সটি লাগবে যেখানে একটি বক্সের মধ্যে 20 টি মাস্ক থাকে. কাজেই সম্ভব হলে খুচরা না কিনে কয়েকজন মিলে পুরো একটা প্যাকেট কিনবেন.
প্যাকেটের গায়ে সিকিউরিটি স্ট্রিপ আছে কিনা চেক করুন। স্ট্রিপ থাকলে বক্সটি বিভিন্ন ভাবে নড়াচড়া করলে তার রঙ
বদলায় কিনা লক্ষ্য রাখবেন।
বদলায় কিনা লক্ষ্য রাখবেন।
এরপর নিচের ছবির মত সিকিউরিটি কোড, লট নাম্বার ( লক্ষ্য করবেন বক্স এর গায়ের Lot নাম্বার এবং
মাস্কের গায়ের Lot নাম্বার একই হবে ) ও মেয়াদোত্তীর্ণের তারিখ নোট করুন.
মাস্কের গায়ের Lot নাম্বার একই হবে ) ও মেয়াদোত্তীর্ণের তারিখ নোট করুন.
এবার নিচের ওয়েব সাইটে যান এবং তথ্য গুলো বসান.
সঠিকভাবে ভেরিফাই হলে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন.
উল্লেখ্য একটি বক্স ভেরিফাই করার জন্য একদিন সময় পাবেন. একবার ভেরিফাই করে ফেললে 3M এটার একটা রেকর্ড তাদের ডাটাবেজে রাখে, তাই পরবর্তীতে আবার একই সিকিউরিটি কোড এবং লট নাম্বার দিয়ে ভেরিফাই করতে গেলে সেটাকে ইনভেলিড দেখাবে.
এত কিছুর পরেও মাস্কটি নকল হতে পারে, তার মানে আসল প্যাকেটের ভিতরে নকল মাস্ক. সেরকম সন্দেহ হলে যেকোনো একটি মাস্ককে নষ্ট করে দেখতে হবে.
* ওয়াটার প্রুফ কিনা তা দেখার জন্য আজকের ভিতরে একটু পানি ঢেলে দিয়ে দেখতে পারেন সেটা Leak করে কিনা.
*মাস্কটি কাটলে সেটার ভেতর 6 layer পাওয়া যাবে.
Six Layer premium Filtering Material Protection
1. Non-woven fabric layer
2. Activated carbon layer
3. Efficient N95 filter Layer
4. 0.5 micron hygroscopic sweet layer
5. 0.3 micron hygroscopic sweet layer
6. Skin-Friendly fabric Layer
তার মধ্যে ফিল্টার (Layer 3) সেটি melt-blown polypropylene filter material এর তৈরি. এর বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ে যদি আগুন দেওয়া হয়
তবে সেটা গলে যাবে কিন্তু সেখানে আগুন ধরবে না অর্থাৎ অন্যান্য কাগজে আগুন লাগলে যেরকম পুড়তে থাকে সেরকম এবং পুড়বে না ছাই হবে না.
তবে সেটা গলে যাবে কিন্তু সেখানে আগুন ধরবে না অর্থাৎ অন্যান্য কাগজে আগুন লাগলে যেরকম পুড়তে থাকে সেরকম এবং পুড়বে না ছাই হবে না.
২য় টি আসল, আগুন গায়ে লেগে থাকে না (Shred হয়)
# During a time of shortage, advertising “unlimited stock” could be an indication that the respirator is not approved.
#NIOSH did not issue this letter and test report to Shenzhen Ende Medical Technology Co., Ltd. Although they appear to be from NIOSH, these documents have been altered and the information contained has been falsified. Shenzhen Ende Medical Technology Co., Ltd. is NOT a NIOSH approval holder. Any N95 filtering facepiece respirators from Shenzhen Ende claiming to be NIOSH-approved or accompanied by these documents are NOT NIOSH approved. (4/27/2020)
#
No comments