Header Ads

The site is under construction

কিভাবে আসল KN95 মাস্ক চিনবেন?



permeability, flammability, and liquid resistance 

১. permeabilityঃ

একটি লাইটার নিন.
  • মাস্কটি  পরিধান করুন।
  • লাইটার জ্বালিয়ে মুখ থেকে 6 ইঞ্চি দূরে ধরুন
  • এবার জোরে ফুঁ দিয়ে লাইটারের আগুন নেভানোর চেষ্টা করুন,
  • আসল  মাস্ক  হলে  ফুঁ দিয়ে আগুন নড়াতে পারবেন না.
  •  নকল  মাস্ক হলে জোরে ফুঁ দিলে আগুন নিভে যাবে অথবা নেভার উপক্রম হবে.
#কেন?
  • ল্যাব-পরীক্ষিত কেএন 95 মাস্কগুলি শক্তিশালী, পূর্ণ জাল নাইলন দিয়ে তৈরি যা শ্বাস প্রশ্বাসের Inspiratory প্রতিরোধের (<= 350 পিএস) এবং Expiratory প্রতিরোধের (<= 250 পিএস) জন্য কঠোর মান পূরণ করে।
  • ("পিএস" বাতাসের চাপের পরিমাপের আন্তর্জাতিক একক "পাস্কেলস" এর জন্য সংক্ষিপ্ত) এটির অর্থ হল শ্বাস প্রশ্বাসের সময় সংক্রামণগুলিকে বাধা দেয়, কিন্তু শ্বাস প্রশ্বাস আরামদায়ক করার ব্যবস্থা থাকে।

২। স্যাকরিন টেস্ট ঃ




  • মাস্কটি  পরিধান করুন।
  • স্যাকরিন এর একটি প্যাকেট খালি করুন এবং তা একটি খালের চামচ অথবা সমতল সারফেসে রাখুন।
  • এবার মাস্ক পরা অবস্থায় ঘ্রাণ নেওয়ার চেষ্টা করুন (sniffing)
  • তারপর মাস্ক খুলে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করুন (sniffing)
  • এই দুই অবস্থার মধ্যে কোন পার্থক্য বোঝা যায় কিনা।
  • আসল  মাস্ক  হলে আপনি গন্ধপাবেন, তবে  খুবই সামান্য।
  • নকল মাস্ক হলে স্যাকারিনের গন্ধ পুরাদমে পাবেন।

    • #কেন? 
      • একটি ল্যাব-পরীক্ষিত কেএন 95 মাস্কের ফিল্টারেশন হার> = 95% রয়েছে এবং কমপক্ষে তিন মাইক্রন বা তার চেয়ে বড় 95% কণা ফিল্টার করার জন্য ডিজাইন করা হয়েছে।
      • স্যাকারিনের কণাগুলো আকারে প্রায়  7 মাইক্রন।  তাই  আসল মাস্ক হলে  স্যাকারিন এর গন্ধ পূর্ণমাত্রায় পাবেন না।

      ৩. liquid resistance টেস্ট (পানি দিয়ে)

      • মাস্কের ইলাস্টিক ব্যান্ড ধরে ঝুলিয়ে রাখুন যাতে মাস্ক এর ভেতরের অংশ উপরের দিকে থাকে।
      • এবার মাস্ক এর ভেতরে পানি ঢেলে সেটাকে পরিপূর্ণ করুন।
      • আসল  মাস্ক  হলে পানি লিক করবে না।
      • নকল মাস্ক হলে পানি লিক করবে।


      #কেন? 
      • মাস্কের মধ্যে waterproof layer থাকে।
      • OSHA এর মতে , your mask can be washed and reused,  as long as it “maintains its structural and functional integrity and the filter material is not physically damaged or soiled.”
      ৪. flammability টেস্টঃ
      এটি করতে গেলেএকটি মাস্ককে কেটে দেখতে হবে.

      *মাস্কটি কাটলে  সেটার ভেতর  ৫ layer পাওয়া যাবে.






      5 Layer premium Filtering Material Protection

      1. Non-woven fabric
      2. PP cotton
      3. Meltblown filter
      4. Non-woven fabric
      5. PP cotton
      তার মধ্যে ফিল্টার (Layer 3)  সেটি melt-blown polypropylene filter material এর তৈরি. এর বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ে যদি আগুন দেওয়া হয়
      তবে সেটা গলে যাবে কিন্তু সেখানে আগুন ধরবে না অর্থাৎ অন্যান্য কাগজে আগুন লাগলে যেরকম পুড়তে  থাকে সেরকম এবং পুড়বে না ছাই হবে না.


      ১ম টি নকল:  আগুনে পুড়তে থাকে ও ছাই হয়ে যায়





         















      ২য় টি আসল,  আগুন গায়ে লেগে থাকে না (Shred হয়)



      Others:
      #FDA logo on the boxFDA does NOT allow a vendor to put the FDA logo on the box of a respirator. So, if your Chinese KN95 respirator has an FDA logo on the box, then you are probably importing a non-authorized KN95 respirator. This is the easiest way to help spot a suspicious KN95.

      #FDA registration vs. approval
      The phrase I hear from suppliers is that their KN95 is FDA approved (RED-FLAG).
      1. FDA doesn’t approve N95 respirators. It is a class 2 device that only requires FDA clearance. Even 3M, the official N95 for hospitals, does not use the word approval, but FDA-cleared.




      No comments

      Theme images by Jason Morrow. Powered by Blogger.